গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল-কো-অপারেটিভ মহিলা কলেজ
দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ
সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের পরীক্ষার ফলাফল প্রকাশা করা হলো। এই ফলাফলে যে সকল ছাত্রীরা এক বা একাধিক বিষয়ে ফেল করেছে, তাদের প্রতি বিষয়ে ৫০/- টাকা ফি প্রদান পূর্বক আগামী ১০ জুলাই সোমবার সকাল ১০ ঘটিকার সময় সসম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হলো।
অধ্যক্ষ
সরকারি বসির উদ্দিন-কো-অপারেটিভ মহিলা কলেজ, নওগাঁ।
কোন বিষয়ে কত পেলে পাস
বিষয় | CQ | MCQ |
বাংলা | ২৬ | ৭ |
ইংরেজি | ৩৩ | ০ |
ব্যবহারিক সহ সকল বিষয় | ১৭ | ০৮ |
ব্যবহারিক ছাড়া সকল বিষয় | ২৩ | ১০ |
ফলাফল পাওয়ার নমূনা
অনলাইনে ফলাফল এখানে